বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ধর্মনগরে বীরাঙ্গনা নারী শক্তির মিছিল
ধর্মনগর (ত্রিপুরা), ৩১ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কুর্তি–কদমতলা বিধানসভা কেন্দ্রের বড়গুল গ্রাম পঞ্চায়েতে বীরাঙ্গনা নারী শক্তির উদ্যোগে মিছ
মহিলাদের মিছিল


ধর্মনগর (ত্রিপুরা), ৩১ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কুর্তি–কদমতলা বিধানসভা কেন্দ্রের বড়গুল গ্রাম পঞ্চায়েতে বীরাঙ্গনা নারী শক্তির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।

এই মিছিলে এলাকার বিপুল সংখ্যক মহিলা অংশ নেন এবং প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার অব্যাহত থাকলেও সে দেশের প্রশাসন কার্যকর কোনও ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী মহিলারা জানান—“আমরা ভারতীয় নারী। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলতে থাকলে প্রয়োজনে সীমান্ত অতিক্রম করেও প্রতিবাদ জানাতে পিছপা হব না।”

মিছিল চলাকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয় এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা দফতর পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande