দূরদর্শনের ‘সুপ্রভাতম’ অনুষ্ঠানের প্রশংসা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শনে সম্প্রচারিত ‘সুপ্রভাতম’ অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করছেন। যোগাভ্যাস সহ বিভিন্ন বিষয়ে ভারতীয় মূল্যবোধকে তুলে ধরার এই অনুষ্ঠানটি সকালে দর্শকদের তরতাজা করে তোলার মতো বলে প্রধানমন্ত্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শনে সম্প্রচারিত ‘সুপ্রভাতম’ অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করছেন। যোগাভ্যাস সহ বিভিন্ন বিষয়ে ভারতীয় মূল্যবোধকে তুলে ধরার এই অনুষ্ঠানটি সকালে দর্শকদের তরতাজা করে তোলার মতো বলে প্রধানমন্ত্রী মনে করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে অবহিত হওয়ার পাশাপাশি দর্শকরা প্রেরণা এবং ইতিবাচক উদ্যমের পথ খুঁজে পাবেন বলে প্রধানমন্ত্রী আশাবাদী। ‘সুপ্রভাতম’ অনুষ্ঠানটির একটি অংশ- সংস্কৃত সুভাষিতম- ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের বিষয়ে দর্শকদের আরও ভালোভাবে সচেতন করে তোলার উপযোগী বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। নিজের মতামত দর্শকদের সঙ্গে প্রধানমন্ত্রী ভাগ করে নিয়েছেন এক্স পোস্টের মাধ্যমে।

এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande