
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): সুপ্রিমকোর্ট ইন্ডিগো বিমান পরিষেবায় সংকট সম্পর্কিত মামলার জরুরি শুনানির আবেদন প্রত্যাখ্যান করেছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সোমবার বলেছেন, ভারত সরকার ইতিমধ্যেই বিষয়টি বিবেচনা করেছে। তাই আদালতের এ ব্যাপারে শুনানি গ্রহণ করার দরকার নেই। ইন্ডিগোর বিপুল সংখ্যক বিমান গত কয়েকদিন ধরে হঠাৎ করে বাতিল করার পর দেশের বেশ কয়েকটি বিমানবন্দরে আটকে থাকা, বিমান বাতিলে যাত্রীদের দুর্দশার বিষয়টি এদিন আদালতে উল্লেখ করেন এক আইনজীবী। তার দাবি, কোনও তথ্য না দিয়েই, বিমান সংস্থাটি ফ্লাইট বাতিল করেছে। ফলে গুরুতর সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আইনজীবীকে বলেন, মানুষের দুর্দশার কথা তাঁরা অনুধাবন করতে পারছেন। সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে তাঁরা আশ্বাস দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা