
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): যাত্রী স্বাচ্ছন্দ্যর সঙ্গে কোনও আপস নয়, বললেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু। ইন্ডিগোর বিমান বিভ্রাট প্রসঙ্গে রামমোহন সোমবার রাজ্যসভায় বলেন, বিলম্ব এবং বাতিলের জন্য যে সব যাত্রী সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদের সুবিধার্থে কঠোর বেসামরিক বিমান চলাচল বিধি কার্যকর রয়েছে। বিমান সংস্থাগুলিকে এই প্রয়োজনীয়তাগুলি অনুসরণ করতে হবে। সফ্টওয়্যার সমস্যা সম্পর্কে তদন্ত করা হয়েছে। এই সেক্টরে ক্রমাগত প্রযুক্তিগত আপগ্রেডেশন চলছে। সরকারের দৃষ্টিভঙ্গি হল দেশের বিমান চলাচল ক্ষেত্রের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রাখা।
ইন্ডিগো সংকট নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেছেন, ইন্ডিগো সংকট তাঁদের ক্রু রোটেশন এবং অভ্যন্তরীণ পরিকল্পনা ব্যবস্থায় সমস্যার কারণে ঘটেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা