কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার থেকেই শুরু হচ্ছে বাণিজ্য সম্মেলন। তার আগে মঙ্গলবার বিকেল পর্যন্ত ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুকের উপস্থিতি নিয়ে সামান্য জল ঘোলা হওয়ার আশঙ্কা রয়ে গিয়েছে।
নবান্নের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর কথাতেই উঠে আসে প্রশ্ন—ভুটানের রাজা কি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসবেন? বিষয়টি নিয়ে সংশয় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন জানান, তাঁর সঙ্গে ভুটানের রাজার কথা হয়েছিল। তিনি আসবেন বলেই জানান। এখন কিছু সমস্যা হয়েছে বলে শুনতে পেয়েছেন। যদিও এই ব্যাপারে বিস্তারিতভাবে কোনও মন্তব্য করেননি মমতা। এ দিন সকালেই ভুটানের রাজা গিয়েছিলেন প্রয়াগরাজের মহাকুম্ভে। সেখানে মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে তিনি পুণ্যস্নান করেন। তারপরই মমতার এই সংশয় প্রকাশ।
সাংবাদিকরা প্রশ্ন করলে মমতা বলেন, তিনি জানেন না দিল্লির কোনও সমস্যা আছে কিনা। গত অক্টোবর মাসেই তাঁর সঙ্গে কথা হয়েছিল। তিনি যতদূর জানেন উনি বুধবার সকালেই কলকাতায় আসবেন।
মাস তিন আগে, ২০২৪ সালের অক্টোবর মাসে রাজ্য সরকারের তরফে প্রতিবেশী দেশের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুককে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি তখন আমন্ত্রণ গ্রহণ করে আসবেন বলে কথাও দেন। সোমবার রাতে রাজা এসে পৌঁছন দিল্লিতে। মঙ্গলবার প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে স্নান সারেন। তাঁরই সঙ্গে ডুব দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিকেলে প্রয়াগরাজ থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা ভুটানের রাজার।
মমতা অবশ্য স্পষ্ট বলেন, 'কিন্তু এখন আমি জানতে পারছি দিল্লির সঙ্গে কিছু সমস্যার কথা। তবে পুরোটা জানি না। তাই এখনই এটা নিয়ে বেশি কিছু বলতে পারব না। আমি চাই উনি আসুন। তাহলেই ভারতের সঙ্গে পড়শি দেশগুলির সম্পর্ক আরও উন্নত হবে।' প্রসঙ্গত, বাণিজ্য সম্মেলনের
অন্যতম প্রধান অতিথি হিসেবে থাকার কথা ভুটানের রাজার।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত