পুরুলিয়া, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার সকালে বিরল প্রজাতির শকুন উদ্ধার পুরুলিয়ায়। এদিন পুঞ্চা ব্লকের দলাহায় পূর্ণবয়স্ক শকুন উদ্ধার হয়। ওই অসুস্থ শকুনকে দেখতে পেয়ে বন দফতরে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। বনকর্মীরা এসে অসুস্থ ও লুপ্তপ্রায় প্রজাতির শকুনকে উদ্ধার করে। বন দফতর সূত্রে জানা গেছে, শকুনটি সম্ভবত ‘হোয়াইট রাম্পড ভালচার’ অথবা ‘হিমালয়ান গ্রিফন ভালচার’ প্রজাতির।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ