প্রয়াত তারকা পরিবারের সন্তান অভিনেতা দেব মুখোপাধ্যায়
মুম্বাই, ১৪ মার্চ (হি.স.): দোলের দিন চরম দুঃসংবাদ ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে। প্রয়াত হলেন তাঁর বাবা ও বিশিষ্ট অভিনেতা দেব মুখোপাধ্যায়। শুক্রবার সকালেই মুখোপাধ্যায় বাড়ির রঙের আনন্দকে বেরঙিন করে চলে গেলেন অয়নের বাবা। প্রয়া
প্রয়াত তারকা পরিবারের সন্তান অভিনেতা দেব মুখোপাধ্যায়


মুম্বাই, ১৪ মার্চ (হি.স.): দোলের দিন চরম দুঃসংবাদ ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে। প্রয়াত হলেন তাঁর বাবা ও বিশিষ্ট অভিনেতা দেব মুখোপাধ্যায়।

শুক্রবার সকালেই মুখোপাধ্যায় বাড়ির রঙের আনন্দকে বেরঙিন করে চলে গেলেন অয়নের বাবা। প্রয়াত অভিনেতা দেব মুখোপাধ্যায় পরিচালক আশুতোষ গোয়ারিকরের শ্বশুরমশাই।

সূত্রের খবর, শুক্রবার ভিলে পার্লেতে পবন হংস শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হবে। শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন পরিবার, ইন্ডাস্ট্রির সতীর্থরা-সহ আরও অনেকেই।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কাজল-রানি মুখোপাধ্যায়ের কাকা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ১৪ মার্চ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গিয়েছেন অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। তারকা পরিবারেই সন্তান ছিলেন দেব। ১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম দেব মুখোপাধ্যায়ের।

প্রয়াত অভিনেতা দেবের মা সতীদেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তী অভিনেতা অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন। আর দাদা ছিলেন কাজলের বাবা সমু মুখোপাধ্যায়। অভিনয় কেরিয়ার শুরু করেন ছয়ের দশকে। 'তু হে মেরি জিন্দেগি', 'অভিনেত্রী'-র মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande