হুগলি, ১৪ মার্চ (হি.স.): “দিল্লি বিজেপির অনেক বড় বড় নেতারা শুভেন্দুকে পছন্দ করছেন না। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতাকে শুক্রবার মঞ্চ থেকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, “উনি সব সময় নেগেটিভ পলিটিক্স করতে ভালোবাসেন।”
শুক্রবার শ্রীরামপুরে এক সমাবেশে কল্যাণবাবু বলেন, প্রচারের আলোয় থাকতে চান কি না জানি না, উনি (শুভেন্দু অধিকারী) একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দেন৷ বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে৷ কে সভাপতি হবে তার লড়াই আছে৷
বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর 'চ্যাংদোলা' মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের কল্যাণবাবু বলেন, হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছেন। আর বড় বড় কথা বলছেন ৷ না হলে ওঁর জেলখানাতে থাকার কথা ছিল ৷ এভাবে কথা বলে বাংলায় কখনও নেতা হওয়া যায় না ৷
যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে ৷ রাজনীতিতে এসে যাঁরা ভেদাভেদ করেন, তাঁরা রাজনীতিতে থাকার যোগ্য নয় ৷
কল্যাণবাবু বলেন, ভারতের সংবিধানকে আগে জানতে হবে ৷ সংবিধান পুরোটা না জানলেও তার ভাবটাকে জানতে হবে ৷ যে জানে না সে আবার কীসের রাজনৈতিক নেতা ? তবে আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওঁকে হারিয়ে ছাড়ব ৷ বিধায়ক হিসাবে ওঁর মেয়াদ আর এক বছর ৷ তারপর রাস্তায় ঘুরে বেড়াবেন ৷
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত