নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল..., শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার স্বরচিত গান ও সুর-সহ এক্সবার্তায় হিন্দি ও বাংলায় দোল ও হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মিঃ ২৫ সেকেন্ডের ভিডিয়ো-সহ তিনি লিখেছেন, “সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। জাতি, ধর্
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল..., শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার স্বরচিত গান ও সুর-সহ এক্সবার্তায় হিন্দি ও বাংলায় দোল ও হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২ মিঃ ২৫ সেকেন্ডের ভিডিয়ো-সহ তিনি লিখেছেন, “সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক, বাংলায় মানুষে মানুষে যে ভালোবাসার বন্ধন তা আরো সুদৃঢ় হোক – আজকের এই শুভদিনে এই প্রার্থনাই করি।”

এ দিন বিজেপি-র তিন রাজ্য নেতা দিলীপ ঘোষ, ডঃ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ও এক্সবার্তায় দোলের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে জাতীয় স্তরে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অনেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande