কৈলাসহর (ত্রিপুরা), ১৪ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহরের ব্যস্ততম এলাকায় ট্রাফিক আইন অমান্য করে পণ্য খালাসের জেরে দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। প্রশাসনের উদাসীনতা এবং ট্রাফিক দপ্তরের ব্যর্থতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। আহত হয়েছেন পুর পরিষদের অস্থায়ী কর্মী ভজন দেবত্রাতা। যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুর এলাকার নিয়ম অনুযায়ী সকাল ৮টার মধ্যেই পণ্যবাহী গাড়িগুলিকে মাল খালাস করে নির্দিষ্ট জায়গা ছাড়তে হবে। দুপুর ১২টার পর আবার পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়। কিন্তু বাস্তবে এই নিয়ম মানা তো দূরের কথা, প্রশাসনের তেমন নজরদারি পর্যন্ত নেই। যার ফলে শুক্রবার সকাল ১১টা নাগাদ ট্রাফিক বিধি লঙ্ঘন করে টিআর-০১-এসি-১৭১১ নম্বরের একটি পণ্যবাহী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে মাল খালাস করছিল। সরু রাস্তার কারণে পিছন থেকে আসা টিআর-০২-এল-১৬৯৯ নম্বরের আরেকটি পণ্যবাহী গাড়ি রাস্তার ডানদিকে যেতে বাধ্য হয়। ফলে গাড়িটি প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় এবং পরবর্তীতে আরেকটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে সেটি ভেঙে পড়ে যায় ভজন দেবত্রাতার ওপর। এতে তার কোমরে মারাত্মক আঘাত লাগে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে ভজন দেবত্রাতাকে উদ্ধার করেন এবং অগ্নিনির্বাপক দপ্তরের সহায়তায় ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে, তার অবস্থা গুরুতর এবং তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হতে পারে।
ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িচালককে আটক করে গণপিটুনি দেয়। পরে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে টিআর-০২-এল-১৬৯৯ ও টিআর-০১-এসি-১৭১১ নম্বরের দুটি গাড়ি সহ চালকদের আটক করে। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা সম্পূর্ণ ট্রাফিক দপ্তরের ব্যর্থতা। যদি তারা দায়িত্ব পালন করত, তাহলে এমন ভয়ানক দুর্ঘটনা ঘটত না। একটা মানুষের প্রাণও যেতে পারত।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ