দোলের সকালে আবিরেই প্রতিবাদ যাদবপুরের আন্দোলনকারীদের
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার দোলের সকালে এক অন্য ছবি দেখা গেল ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে। আবিরে সেজে উঠেছে ক্যাম্পাস। যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের কাছে আবিরই হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। বসন্ত উৎসব উপলক্ষে প্রত্যেকবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন
দোলের সকালে আবিরেই প্রতিবাদ যাদবপুরের আন্দোলনকারীদের


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): শুক্রবার দোলের সকালে এক অন্য ছবি দেখা গেল ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে। আবিরে সেজে উঠেছে ক্যাম্পাস। যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের কাছে আবিরই হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা।

বসন্ত উৎসব উপলক্ষে প্রত্যেকবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন পড়ুয়ারা। এবছর সেইভাবে কোনও অনুষ্ঠান আয়োজিত হয়নি। নিজেদের মধ্যেও দোল খেলেছেন খুব কম পড়ুয়া। আন্দোলন, অশান্তির আবহে খানিকটা ভাটা পড়েছে পলাশ উৎসবে।

এদিন ‘ওয়ার্ল্ড ভিউ’ থেকে বাংলা বিভাগের সিঁড়ি, বিশ্ববিদ্যালয়ের একাধিক করিডোরে আবিরে ফুটে উঠেছে স্লোগান। কোথাও লেখা ‘ছাত্র সংসদ নির্বাচন চাই’। কোথাও আবার লেখা, ‘পুলিশি হস্তক্ষেপ মানছি না।’ বিশ্ববিদ্যালয়ের কোনও বারান্দায় লাল আবিরে ফুটে উঠেছে ইন্দ্রানুজ রায়ের প্রসঙ্গও। সব মিলিয়ে অন্যরকম দোল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande