কলম্বো, ৪ ফেব্রুয়ারি(হি.স.) : শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে মঙ্গলবার ঘোষণা করেছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সপ্তাহে তাঁর ১০০তম টেস্ট ম্যাচটিই হবে তাঁর শেষ লাল বলের খেলা। বৃহস্পতিবার, করুনারত্নে ১০০ টেস্ট খেলা সপ্তম শ্রীলঙ্কান হয়ে উঠবেন। তিনি এই গ্যালে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন, এই ভেন্যুতেই তিনি ২০১২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন।
অভিষেকের পর থেকে করুনারত্নে টেস্টে শ্রীলঙ্কার ওপেনার হিসেবে সর্বাধিক ৭০৭৯ রান করেছেন। আর ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় লাল বলের ফর্ম্যাটে তাঁর দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৭১৭২ রান সংগ্রাহক হিসেবে অবসর নেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি