বিলোভিচ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : দুই বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা সোমবার বলেছেন, ছেলের জন্ম দেওয়ার ৭ মাস পর তিনি খেলায় ফিরছেন। ১৫ মাস টেনিস থেকে দূরে থাকার পর এবং আমার শিশুপুত্র পেত্রের জন্মের পর, আমি টেনিস সার্কিটে ফিরে আসছি, কেভিতোভা ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেছেন। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির শেষে অস্টিনে ফিরে আসবেন এবং তারপরে মার্চ মাসে মিয়ামিতে অংশ নেবেন।
আমি সত্যিই টেনিস ও প্রতিযোগিতা মিস করি, খারাপ লাগে, যোগ করেন ৩৪ বছর বয়সী চেক, যিনি ২০১১ এবং ২০১৪ সালে উইম্বলডন জিতেছিলেন। কেভিতেভা ৩১টি ডাব্লিউটিএ একক শিরোপা জিতেছেন। প্রাক্তন বিশ্ব ২ নম্বর তাঁর কোচ জিরি ভ্যানেককে ২০২৩ সালের জুলাইয়ে বিয়ে করেন। ২০২৪ সালের নববর্ষের দিন তাঁর গর্ভধারণের কারণে টেনিস থেকে বিরতির ঘোষণা দেন এবং ২০২৪ সালে ৭ জুলাই তাঁর ছেলের জন্ম দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি