জনরোষের হাত থেকে রেহাই পেল না বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবন
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): জনরোষের হাত থেকে রেহাই পেল না বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনও। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর করে আগুন ধরানো হয়। শুধু তাই নয়, গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামি লিগের কার্যালয়
জনরোষের হাত থেকে রেহাই পেল না বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবন


ঢাকা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): জনরোষের হাত থেকে রেহাই পেল না বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনও। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর করে আগুন ধরানো হয়।

শুধু তাই নয়, গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামি লিগের কার্যালয়ও। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সেখানে একাধিক আওয়ামি লিগ নেতার বাড়িতেও হামলা চালানো হয়েছে।

বুধবার রাত থেকে ফের উত্তপ্ত বাংলাদেশ। বুলডোজ়ার দিয়ে ভাঙা হয়েছে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে বাড়িটি ছিল তা ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande