বাজারিছড়া (অসম), ৮ ফেব্রুয়ারি ( (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার সলগই বাজার এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে সেতুর রেলিং ভেঙে প্রায় তিরিশ ফুট নীচে হাতাইছড়ায় গড়িয়ে পড়েছে সামগ্রী বোঝাই একটি ডিআই ট্রাক।
জানা গেছে, অনলাইন সংস্থার সামগ্রী বোঝাই এএস ০১ আরসি ৭৬২২ নম্বরের একটি ডিআই কেম্প্রাই ট্রাক গুয়াহাটি থেকে ত্রিপুরার আগরতলা যাচ্ছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ শুনে সলগইবাজার ভিডির কর্মীরা দ্রুত গিয়ে অল্পবিস্তর আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্য।বস্থা করে দেন। খবর পেয়ে বাজারিছড়া পুলিশ তদন্তে নেমেছে বলে খবর পাওয়া গেছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস