কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ক’দিন ধরে বাংলা চলচ্চিত্রের শুটিং বন্ধ ছিল গিল্ড-ফেডারেশন দ্বন্দ্বে। আপাতত তার ইতি। শনিবার থেকে ফের সেটে ফিরলেন চলচ্চিত্র পরিচালকেরা।
সূত্রের খবর, ঠিক হয়েছে বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর ২০ ফেব্রুয়ারি পরিচালক-প্রযোজক এবং সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে ফেডারেশনের সমস্ত সদস্যদের নিয়ে আলোচনায় বসবেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। তখনই পাকাপাকি মিটমাটের সম্ভাবনা।
বৃহস্পতিবার ম্যারাথন বৈঠক। তার পর মধ্যরাতে পরিচালক গিল্ড-এর সিদ্ধান্ত, মন্ত্রী অরূপ বিশ্বাসের মৌখিক আশ্বাসে আস্থা রেখে
সমঝোতায় আসেন পরিচালকরা। শুক্রবারও কথা হয় একাধিক পর্যায়ে। স্থায়ী মিটমাটের আগেও পরিচালকেরা সেটে যাবেন। আগের মতোই শুটিং জারি থাকবে।
বিষয়টি নিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস অবশ্য কোনও মন্তব্য করেননি। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টলিপাড়ায় পরিচালকদের কর্মবিরতিতে ইতি টেনেছিলেন পরিচালকেরা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত