কলকাতা, ৯ মে (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, পাকিস্তান কতটা দুর্বল তা প্রমাণিত হয়েছে। শুক্রবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, পাকিস্তান সম্পূর্ণরূপে উন্মোচিত এবং ধ্বংস হয়ে গিয়েছে। বিশ্ব এখন দেখতে পাচ্ছে, পাকিস্তান সন্ত্রাসীদের সমর্থনে এত অর্থ ব্যয় করেছে, যদি তা নিজস্ব নাগরিকদের উন্নয়নে অথবা তার সামরিক দক্ষতার উন্নয়নে বিনিয়োগ করা হত, তাহলে হয়তো এমন দিন দেখতে পাওয়া থেকে রক্ষা পেত।
দিলীপ ঘোষ আরও বলেছেন, পাকিস্তান বিভক্তির পর থেকেই এবং স্বাধীনতা লাভের পর থেকেই ভারতের নিরলসভাবে ক্ষতি করে আসছে। নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ত্যাগ, ক্ষতির পরিমাণ অপরিসীম। আগে সরকার কথা বলত, কিন্তু এখন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সরকার পদক্ষেপ নেয়। অতীতে আমরা পাকিস্তানকে কড়া জবাব দিয়েছি এবং এখন আমরা একটি সিদ্ধান্তমূলক যুদ্ধে আছি। এই সময়ে, সমগ্র দেশ, জনগণ, সমস্ত রাজনৈতিক দল এবং সরকারি জোট এই লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ