বিধানসভায় কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
কলকাতা, ৯ মে (হি.স.): যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় দিনটি স্মরণ করা হয় ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শুক্রবার বিধানসভার লবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্য
বিধানসভার লবিতে অনাড়ম্বর অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য


কলকাতা, ৯ মে (হি.স.): যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় দিনটি স্মরণ করা হয় ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শুক্রবার বিধানসভার লবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর সেখানে সচিবালয়ের কর্মীরা ও অন্যান্য বিধায়করা তাঁর প্রতি শ্রদ্ধা জানান পুষ্পস্তবক ও মালা দিয়ে। সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্র পলও শ্রদ্ধা নিবেদন করেন কবিগুরুকে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande