'পাথারকান্দি নাট্যজন'-এর পঁচিশে বৈশাখ উদযাপন
পাথারকান্দি (অসম), ৯ মে (হি.স.) : বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় ফিরে এলো পঁচিশে বৈশাখ। রবি ঠাকুরের ১৬৪-তম জন্মবার্ষিকী। তিন বছর আগে এই দিনটিতেই আত্মপ্রকাশ করেছিল তরুণ নাট্যদল 'পাথারকান্দি নাট্যজন'। সংস্থার সাধারণ সম্পাদক রাজেশ দে জানান, এদিন দলের স
'পাথারকান্দি নাট্যজন'-এর পঁচিশে বৈশাখ উদযাপন


পাথারকান্দি (অসম), ৯ মে (হি.স.) : বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় ফিরে এলো পঁচিশে বৈশাখ। রবি ঠাকুরের ১৬৪-তম জন্মবার্ষিকী। তিন বছর আগে এই দিনটিতেই আত্মপ্রকাশ করেছিল তরুণ নাট্যদল 'পাথারকান্দি নাট্যজন'। সংস্থার সাধারণ সম্পাদক রাজেশ দে জানান, এদিন দলের সদস্যরা স্থানীয় রবীন্দ্রভবন প্রাঙ্গণে কবিগুরুর স্থায়ী মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করেন।

এদিন সন্ধ্যায় ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী ও সংস্থার তৃতীয় বর্ষপূর্তি পালন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে সান্ধ্যকালীন অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার শিল্পী রিমা দেব ও সহ সম্পাদক বিপ্রজিৎ দাস। আমন্ত্রিত অতিথিদের সামনে সমবেত সংগীত, একক রবীন্দ্র নৃত্য, আবৃত্তি ও শ্রুতি নাটকের মাধ্যমে এই বিশেষ দিনটি উদ্যাপন করেন নাট্যজনের যুব প্রজন্মের শিল্পী আয়ুষ দাস, বিপ্রজিৎ দাস, দেবস্মিতা দেবরায়, অমিত পাল, মৃন্ময় দেব, রিমা দেব প্রমুখ।

সবশেষে মঞ্চস্থ হয়েছে প্রয়াত নাট্যজন সলিল পালচৌধুরীর রচিত 'নাটক মোদের ধ্যান জ্ঞান, নাটক মোদের প্রাণ। নাটক জীবন প্রভাত সায়াহ্নে, মুক্তি সূর্য স্নান।'

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande