আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ গ্ৰেফতার তিন মাদক কারবারি
আগরতলা, ৮ জুলাই (হি.স.) : আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে জিআরপি। গ্রেফতারকৃত তিন মাদক কারবারিকে গোমতী জেলার কাকরাবন থানাধীন উত্তর শিলগাতী জামিয়া টিলার বাসিন্দা কবির হোসেন (২৫), সিপাহীজলা জেলার দুই বাসিন্দা যথাক্ৰমে জাগি
আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ গ্ৰেফতার তিন মাদক কারবারি


আগরতলা, ৮ জুলাই (হি.স.) : আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে জিআরপি। গ্রেফতারকৃত তিন মাদক কারবারিকে গোমতী জেলার কাকরাবন থানাধীন উত্তর শিলগাতী জামিয়া টিলার বাসিন্দা কবির হোসেন (২৫), সিপাহীজলা জেলার দুই বাসিন্দা যথাক্ৰমে জাগির মিয়াঁ (২৪) এবং মহম্মদ মানিক মিয়াঁ (২৫) বলে পরিচয় পাওয়া গেছে।

আজ মঙ্গলবার আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ থানার ওসি তাপস দাস এ খবর দিয়ে জানান, গতকাল সোমবার গভীর রাতে জিআরপি এবং আরপিএফ-এর এক যৌথ অভিযানে রেলওয়ে স্টেশন থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে লক্ষাধিক টাকা মূল্যের ৩ কেজি ২৪০ গ্রাম নিষিদ্ধ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছেন তাঁরা। গাঁজাগুলি একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ধৃত তিনজন স্বীকার করেছে, গাঁজাগুলি চেন্নাইতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ওসি দাস জানান, তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন জিআরপি ওসি তাপস দাস।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande