বালুরঘাটে শাসকদলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ সুকান্তর
কলকাতা, ৮ জুলাই (হি.স.): এবার ভিডিয়ো পেশ করে বালুরঘাট ল কলেজে শাসকদলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “দেখুন! শিক্ষাঙ্গনের মধ্যেই হুমকি দিয়ে এক ছাত্রকে কলার ধরে
বালুরঘাটে শাসকদলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ সুকান্তর


কলকাতা, ৮ জুলাই (হি.স.): এবার ভিডিয়ো পেশ করে বালুরঘাট ল কলেজে শাসকদলের ছাত্র নেতার প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “দেখুন! শিক্ষাঙ্গনের মধ্যেই হুমকি দিয়ে এক ছাত্রকে কলার ধরে টেনে নিয়ে যেতে যাকে দেখা যাচ্ছে, সেই ‘গুনধর’ ছাত্রের নাম রুপম সাহা। ল কলেজের মধ্যে এর আগেও তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ভীতি প্রদর্শন থেকে শুরু করে একাধিক অন্যায় কাজের অভিযোগ রয়েছে, কিন্তু এবারে ভয়ডরহীন ভাবে প্রকাশ্যে কলারে টান!

ক্ষমতায় আসার পর থেকে এভাবেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুণ্ডারাজ, নৈরাজ্যের আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত করা থেকে শুরু করে পেশি শক্তির দ্বারা উৎপীড়ন, নির্যাতন করে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার অভিসন্ধি বাস্তবায়িত করছেন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande