উদয়পুর (ত্রিপুরা), ৮ জুলাই (হি.স.) : মঙ্গলবার সকাল থেকে গোমতী জেলার উদয়পুর মহকুমায় প্রচন্ড বৃষ্টির ফলে খিলপাড়া ও পশ্চিম খিলপাড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল বাড়িঘরে প্রবেশ করেছে। তাতে জনজীবন বিপর্যস্ত হয়েছে।
এলাকার মহিলারা জানান, দীর্ঘ এক বছর ধরে স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতের সচিব, প্রধান, উপপ্রধান থেকে শুরু করে ওয়ার্ড মেম্বাররা বৃষ্টি হলে এলাকায় এসে বলেন এবার রাস্তার পাশে ড্রেন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। অথচ বৃষ্টি চলে গেলে ড্রেন নির্মাণ হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার জল বাড়িঘরে প্রবেশ করছে বলে জানান এলাকার মহিলারা। তাদের দাবি অবিলম্বে রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতে হবে যাতে রাস্তার জল কারো বাড়িতে প্রবেশ না করে।
মঙ্গলবার বৃষ্টির ফলে খিলপাড়া ও পশ্চিম খিলপাড়া এলাকায় বহু বাড়িঘরে জল ঢুকে পড়েছে। তাতে মারাত্মক সমস্যা হচ্ছে। দাবি উঠছে রাস্তার পাশে ড্রেন অবিলম্বে নির্মাণ করতে হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ