ডিজিপি এর খোয়াই সফর, আইন-শৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
খোয়াই (ত্রিপুরা), ৮ জুলাই (হি.স.) : খোয়াই জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকবিরোধী নিয়ে মঙ্গলবার পুলিশ প্রশাসনের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা-পরিচালক (ডিজিপি)
ডিজিপির খোয়াই সফর


খোয়াই (ত্রিপুরা), ৮ জুলাই (হি.স.) : খোয়াই জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকবিরোধী নিয়ে মঙ্গলবার পুলিশ প্রশাসনের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা-পরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকর।

এদিন সকাল ১১টা নাগাদ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকর আসেন। তাঁকে স্বাগত জানান পুলিশ সুপার। পরে খোয়াই জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ, খোয়াই জেলার পুলিশ সুপার রানাদীপ্ত দাস, মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি অনুরাগ ধ্যানকর জানান, ডিজিপি হিসেবে এটি তাঁর প্রথম খোয়াই জেলা সফর। তিনি বলেন, সফরের মূল লক্ষ্য হল নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কৌশল নির্ধারণ এবং প্রয়োগের রূপরেখা তৈরি করা।

তিনি বলেন, আমাদের রাজ্যে বর্তমানে ৩০ শতাংশের বেশি আসামি দণ্ডিত হচ্ছেন, যা একটি ইতিবাচক ইঙ্গিত। তিনি এদিন জানান, খোয়াই সফরকালে টিএসআর ষষ্ঠ বাহিনী ও দ্বাদশ বাহিনীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande