আগরতলা, ৮ জুলাই (হি.স.) : বিরোধী রাজনৈতিক দলগুলির উপর আক্রমণ সহ ত্রিপুরায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে চিঠি লিখেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী স্বাভাবিক পরিস্থিতি দাবি করলেও, সিপিআই(এম) অভিযোগ করেছে যে বিরোধী কর্মী এবং কর্মসূচিতে আক্রমণ করছে বিজেপি এবং তিপ্রা মথার কর্মীরা। জিতেন্দ্র চৌধুরীর চিঠিতে ২০২৫ সালের জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম দিকে ধারাবাহিক হামলার ঘটনার তালিকা রয়েছে। যার মধ্যে রয়েছে, পুলিশের উপস্থিতি সত্ত্বেও সিপিআই(এম) এবং কংগ্রেসের সভায় হামলা, বিরোধীদের দলীয় অফিস এবং নেতাদের বাড়িতে ভাঙচুর, বৈধ রাজনৈতিক কর্মসূচিতে ব্যাঘাত, পুলিশের অনুমতি বাতিল এবং বিধায়কদের উপর শারীরিক আক্রমণ ও স্থানীয় সিপিআই(এম) নেতাদের বিরুদ্ধে হুমকি দেওয়া।
জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেছেন যে পুলিশের একটি অংশ নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই ধরনের পক্ষপাত কেবল গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করে না বরং পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মুখ্যমন্ত্রীর কাছে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার, রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে সকল অপরাধীর বিরুদ্ধে আইন প্রয়োগ করার এবং ত্রিপুরার শাসনব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das