কলকাতা, ৮ জুলাই (হি.স.): কলকাতা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাদের একাংশের চাঙড় খসে পড়ায় আহত হন রান্নাঘরের এক মহিলা কর্মী। এ নিয়ে ক্ষোভ দেখাদেয় কর্মী ও পড়ুয়াদের একাংশে। তাঁদের অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো যেন মৃত্যুফাঁদ হয়ে উঠছে একের পর এক ঘটনায়।
এ দিন ক্যান্টিনের রান্নাঘরে বাসন মাজছিলেন এক মহিলা কর্মী। সেই সময় আচমকাই ছাদের একাংশ খসে পড়ে সোজা তাঁর মাথার উপর। গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় দু’টি সেলাই দিতে হয়েছে।
ঘটনাস্থলে আতঙ্ক ছড়ায় কিছু কর্মীর মধ্যে। পড়ুয়াদের মধ্যে ছড়ায় ক্ষোভ। তাঁদের প্রশ্ন, “এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে যদি মাথার উপর ছাদ নিশ্চিত ও নিরাপদ না থাকে, তবে নিরাপত্তা কোথায়?”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত