ইনদৌর, ৮ জুলাই (হি.স.): মঙ্গলবার সকালে ইনদৌর থেকে রায়পুরের উদ্দেশে রওনা হওয়া ইন্ডিগোর একটি বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই ফের ইনদৌর বিমানবন্দরে ফিরে এল। প্রযুক্তিগত ত্রুটির কারণেই ওই ঘটনা, এমনটাই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। এ দিন সকাল ৬টা ৩৫ মিনিটে ওড়ার কিছু সময়ের মধ্যেই ইন্ডিগোর ৬ই-৭২৯৫ বিমানটি ইনদৌরে ফিরে আসে। বিমানটিকে ৫১ জন যাত্রী ছিলেন। বিমান চালক প্রযুক্তিগত ত্রুটি বোঝার পরেই ফিরে আসেন, এমনটাই জানাচ্ছেন কর্তৃপক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক