বারাণসী, ৮ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বারাণসী জেলার ঐতিহাসিক বিশ্বনাথ মন্দিরে আসন্ন শ্রাবণ মাসকে কেন্দ্র করে পুরোদমে চলছে প্রস্তুতি। ১১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘শ্রাবণ মহোৎসব ২০২৫’। পূজার্চনার পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য মন্দির কর্তৃপক্ষ একাধিক ব্যবস্থা নিয়েছে।
মন্দিরের কর্তৃপক্ষের তরফে জানা গেছে, শ্রাবণ মাস জুড়ে মহিলা ও পুরুষ ভক্তদের জন্য থাকবে পৃথক লাইন, বিশেষ নজর দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য। থাকবে হুইলচেয়ার, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও পানীয় জলের বন্দোবস্ত। প্রতিদিন সকাল ৪টা থেকে দুপুর ১২টা ও দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য