কলকাতা, ৮ জুলাই (হি.স.): দুর্ঘটনায় জখম তরুণের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় আর জি কর হাসপাতালে। বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে দক্ষিণদাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন ২১ বছরের ওই তরুণ গোপাল বণিক।
অভিযোগ, আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আনার পর নিরাপত্তারক্ষী জানান আগে টিকিট করাতে হবে। মাথা ও মুখ থেকে রক্তক্ষরণ হলেও বিনা চিকিৎসায় ওই তরুণকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় বলে অভিযোগ।
পরিবারের লোকজন সেই মতো টিকিটও করাতে যান। কিন্তু ততক্ষণে ওই দুর্ঘটনায় জখম তরুণের মৃত্যু হয়। এরপরই রাগে, ক্ষোভে মৃতের আত্মীয়রা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আর জি কর হাসপাতালে মোতায়েন পুলিশ ও সিআইএসএফ বাহিনী পরিস্থিতি কোনও রকমে সামাল দেয়। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ নিয়ে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ মঙ্গলবার সকাল পর্যন্ত দায়ের হয়নি বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত