দুর্যোগে হুগলির বিস্তীর্ণ অংশ বিদ্যুৎ সংযোগবিহীন
হুগলি, ৮ জুলাই (হি.স.): মুষলধারে বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে, রাজ্যের নানা স্থানে বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ার খবরও আসছে। হুগলির বিস্তীর্ণ অংশ বিদ্যুৎ সংযোগবিহীন হয়ে গিয়েছে। হুগলি জেলা জুড়ে ব
দুর্যোগে হুগলির বিস্তীর্ণ অংশ বিদ্যুৎ সংযোগবিহীন


হুগলি, ৮ জুলাই (হি.স.): মুষলধারে বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে, রাজ্যের নানা স্থানে বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ার খবরও আসছে। হুগলির বিস্তীর্ণ অংশ বিদ্যুৎ সংযোগবিহীন হয়ে গিয়েছে।

হুগলি জেলা জুড়ে বিপর্যয় সম্পর্কে মঙ্গলবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের তরফে জানানো হয়েছে, “সোমবার (০৭ জুলাই) গভীর রাতে তারুই সাব-স্টেশনের অধীনে কুল ফিডারের একটি ডাবল পোল কাঠামো উপড়ে পড়ে। আরামবাগ বিভাগের অধীনে ১০০ কেভিএ বিতরণকারী ট্রান্সফরমারটি বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় ১৫০ জন গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডব্লুবিএসইডিসিএল) তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেছে। আজ বিকেল ৩টার মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।” যদিও স্থানীয় সূত্রের খবর, সঙ্কটাপন্ন পরিবারের সংখ্যা আরও বেশি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এদিনও পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে সংশয়ে আছেন গ্রামবাসীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande