আগরতলা, ৮ জুলাই (হি.স.) : প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর বুধবার ত্রিপুরায় মহড়া অনুষ্ঠিত হবে। রাজ্যভিত্তিক যে মহড়া অনুষ্ঠিত হবে তা আগরতলায় আয়োজন করা হবে। পশ্চিম জেলার ১২টি জায়গাতে এই মহড়া হবে। এর মধ্যে ছয়টি জায়গাতে বন্যা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হবে এবং ছয়টি জায়গাতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূমিধস সৃষ্টি হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তার উপর মহড়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক ডা: বিশাল কুমার।
পশ্চিম জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বলেন, ২০২৪ সালের আগস্টে রাজ্যে ব্যাপক বন্যা হয়েছিল সাথে ভূমিধস। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মহড়ার আয়োজন করা হচ্ছে। এতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে রাজ্যের বিভিন্ন বাহিনী এবং দফতরের সদস্যরা অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং ওএনজিসির মত সংস্থা অংশগ্রহণ করবে।
জেলা শাসক জানান, এই মহড়ার মধ্য দিয়ে প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীর মধ্যে যে ধরনের ব্যবস্থা রয়েছে এগুলি সম্পর্কেও বাস্তব ধারণা পাওয়া যাবে। কাজের ক্ষেত্রেও আরও সহযোগিতা হবে। উমাকান্ত একাডেমির সামনে সকাল সাড়ে সাতটায় সকলে উপস্থিত থাকবেন। কলেজ লেক, আনন্দনগর লেক, আইজিএম হাসপাতাল ইত্যাদি জায়গাতে মহড়া হবে।
এদিন সাংবাদিক সম্মেলনের আগে জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজ্যের প্রতিটি জেলা থেকে বিভিন্ন দফতর, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ