আগরতলা, ৯ মে (হি.স.) : সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট করায় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল পশ্চিম আগরতলা থানার অফিসার-ইন-চার্জের কাছে অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ঊনকোটি জেলার কৈলাসহরের বাসিন্দা আচাব মিয়ার বিরুদ্ধে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।
যুব কংগ্রেস প্রতিনিধিরা ফেসবুকে একটি পোস্টের জন্য ওই যুবককে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ ওই যুবক ভারতীয়দের অনুভূতিতে আঘাত করেছে। যুব কংগ্রেস নেতারা জোর দিয়ে বলেছেন আচাব মিয়ার অনলাইন মন্তব্য অশান্তি উস্কে দিতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি করতে পারে। এই ধরনের পোস্ট সহ্য করা উচিত নয়, কারণ এতে নাগরিকদের মধ্যে বিভেদ তৈরির সম্ভাবনা রয়েছে। যুব নেতারা ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধ করতে আচাব মিয়ার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পশ্চিম আগরতলা থানায় দাখিল করা অভিযোগে যুব কংগ্রেস উল্লেখ করেছে, আচাব মিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট ভারতীয়দের অনুভূতিতে আঘাত করেছে। এটি ইচ্ছাকৃতভাবে ভারতীয় সশস্ত্র বাহিনীকে অসম্মান করার জন্য পোস্ট করা হয়েছে। তাই, আমরা দ্রুত তাকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
যুব কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন যুবনেতা মোঃ সাহাজান ইসলাম, কৃষ্ণেন্দু ঘোষ, আমির হোসেন, আমান মিয়া, শিবায়ান মজুমদার প্রমুখ। পুলিশ কর্মকর্তারা প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে আইনি নিয়ম মেনে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ