শ্রীভূমি (অসম), ৯ মে (হি.স.) : গত ২ মে শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত ত্রিস্তরীয় প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামী ১১ মে, রবিবার। এদিন সকাল ৮-টা থেকে শুরু হবে ভোট গণনা।
জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার এলাকাধীন আটটি জেলা পরিষদ আসন এবং আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভোট গণনা করিমগঞ্জ কলেজে আটটি গণনা কক্ষের প্রতিটিতে ১০টি টেবিলে করা হবে। এর মধ্যে ১ নম্বর মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের ভোট গণনা ৬ রাউন্ডে হবে ১ নম্বর কক্ষে। পাশাপাশি, ২ নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের ৫ রাউন্ডে গণনা হবে ৬ নম্বর কক্ষে। ৩ নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ভোট গণনা পাঁচ রাউন্ডে হবে ২ নম্বর কক্ষে। ৪ নম্বর শ্রীমন্ত কানিশাইল বাশাইল জেলা পরিষদ আসনের গণনা পাঁচ রাউন্ডে হবে ৮ নম্বর কক্ষে। ১৩ নম্বর কালিগঞ্জ জেলা পরিষদের গণনা সাত রাউন্ডে হবে ৭ নম্বর কক্ষে।
এভাবে ১৪ নম্বর লক্ষ্মীবাজার জেলা পরিষদের গণনা আট রাউন্ডে হবে ৪ নম্বর কক্ষে। ১৫ নম্বর নিলামবাজার জেলা পরিষদের গণনা চার রাউন্ডে হবে ৫ নম্বর কক্ষে এবং ১৬ নম্বর টিলাবাড়ি বান্দরকোণা জেলা পরিষদ আসনের গণনা আট রাউন্ডে হবে ৩ নম্বর কক্ষে।
এক বিজ্ঞপ্তি যোগে জেলাশাসক এ তথ্য দিয়ে জানান, জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। এতে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থীর কাউন্টিং এজেন্টদের অবগতির জন্য জানানো হয়েছে, গণনা কক্ষে প্রতিটি গণনা টেবিলের জন্য শুধু একজন কাউন্টিং এজেন্টকে থাকার অনুমতি দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা পরিষদ সদস্য পদের জন্য দুই শিফ্টে দুজন কাউন্টিং এজেন্ট থাকতে পারবেন। তবে গণনার সময় এক টেবিলে শুধু একজন কাউন্টিং এজেন্টই থাকতে পারবেন।
এদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য ভোট গণনা একটি টেবিলে করা হবে এবং এক রাউন্ডেই ফলাফল ঘোষণা করা হবে বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। গণনার সময় প্রার্থীকে নিজে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলাশাসক। তবে কোনও কারণে যদি প্রার্থী সশরীরে উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে প্রার্থীর অনুমোদিত ব্যক্তি প্রার্থীর আইডেন্টিটি কার্ডের মূল কপি ও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রবেশপত্র নিয়ে গণনা কক্ষে থাকতে পারবেন। তখন প্রার্থী গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না।
আরও জানানো হয়েছে, এক রাউন্ডের গণনার পর ১০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও একজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীর ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের ও তাঁদের কাউন্টিং এজেন্টদের গণনা প্রাঙ্গণ ত্যাগ করতে হবে। তবে জেলা পরিষদ সদস্য পদে প্রার্থীদের সব রাউন্ডের গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা প্রাঙ্গণে থাকতে পারবেন।
গণনা চলাকালীন কোনও কাউন্টিং এজেন্ট গণনা কক্ষ ত্যাগ করতে পারবেন না। রাউন্ডের গণনা শেষ হওয়ার পরই গণনা কক্ষ ত্যাগ করা যাবে। এতে প্রার্থী বা তাঁদের কাউন্টিং এজেন্ট গণনা কক্ষে খাদ্য, জলের বোতল, মোবাইল ফোন বা যোগাযোগের অথবা বৈদ্যুতিন কোন সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে পারবেন না।
নির্দেশনা অনুসারে যাঁরা গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন তার মধ্যে রয়েছেন গণনায় নিয়োজিত কর্মী, কর্তব্যরত আধিকারিক ও কর্মী এবং অনুমোদিত কাউন্টিং এজেন্ট তথা উল্লিখিত শর্তাবলী অনুসারে প্রার্থী ও তাঁদের ইলেকশন এজেন্ট। যদি কোনও প্রার্থী বা তাঁর এজেন্টকে গণনা কক্ষের ভেতরে খারাপ ব্যবহার বা হট্টগোল করতে পাওয়া যায় তবে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও অসম পঞ্চায়েত আইন ১৯৯৪-এর অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিটি গণনা কক্ষ সিসিটিভি-র তদারকিতে রাখা থাকবে এবং সব ধরনের গতিবিধি রেকর্ড করা হবে বলেও বিজ্ঞপ্তিযোগে জানিয়েছেন জেলাশাসক।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস