ইমফল, ১১ মাৰ্চ (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলায় জওয়ানবাহী বিএসএফ-এর একটি গাড়ি গভীর খাদে পড়ে গেলে তিন জওয়ানের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আট জওয়ান গুরুতরভাবে ঘায়েল হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহত একজনকে ইমফলে অবস্থিত ‘রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ (রিমস)-এ এনে ভরতি করা হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে সেনাপতি জেলার একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের চিকিৎসা চলছে। এছাড়া নিহত তিনজনের মৃতদেহ রিমস-এর মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন বিএসএফ কৰ্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।
দুৰ্ঘটনাটি আজ মঙ্গলবার বিকাল প্রায় ৩:১৫টা নাগাদ কাংপোকপি জেলার চাংগউবুং গ্রামের কাছে সংঘটিত হয়েছে। এ ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যপাল অজয়কুমার ভাল্লা।
সরকারি সূত্রে জানা গেছে, কেথেলমানবি এলাকায় কর্তব্য শেষ করে আজ বিকালে মায়াংখাং-এ অবস্থিত আইআইআইটি ক্যাম্পের ৩৭ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ-এর ডব্লিউবি ৬১ বি ৭১৪৭ নম্বরের টাটা ডিআই-এ চড়ে ১১ জন আধিকারিক ও জওয়ান ফিরছিলেন। কিন্তু দুৰ্ভাগ্যবশত বিকাল প্রায় ৩:১৫টা নাগাদ চাংগউবুং গ্রামের কাছে এসে পাহাড়ি রাস্তা থেকে জওয়ানবাহী গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে।
ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। তৃতীয়জন সেনাপতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এছাড়া আটজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের একজনকে জরুরি চিকিৎসার জন্য ইমফলের রিমস-এ এবং বাকিদের সেনাপতির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
এদিকে মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লা সেনাপতি জেলার চাংগউবুং গ্রামে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাজভবনের এক্স হ্যান্ডলে একটি পোস্টে রাজ্যপাল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস