চন্ডীগড়, ১২ মার্চ (হি.স.): তরুণদের মধ্যে সহানুভূতি, সংবেদনশীলতা ও দেশপ্রেম অবশ্যই থাকতে হবে। আহ্বান জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, দেশ ও দেশবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সকল যুবকদের কর্তব্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার চণ্ডীগড়ে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নীতিনির্ধারকদের বিশ্ববিদ্যালয়-শিল্প সংযোগ এবং ভবিষ্যতের প্রস্তুতির উপর আরও কাজ করার আহ্বান জানান। তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা এবং উন্নত দক্ষতা বিকাশের পরামর্শও দেন।
রাষ্ট্রপতি আরও বলেছেন, আমি সব বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের বলতে চাই, বিশ্ববিদ্যালয়-শিল্প সংযোগ এবং ভবিষ্যত প্রস্তুতি নিয়ে আরও কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিষয়েই অধ্যয়ন করুক না কেন, আবেদনভিত্তিক শিক্ষা থাকতে হবে। রাষ্ট্রপতি আরও বলেছেন, গত ১৪০ বছরে, এই বিশ্ববিদ্যালয়টি উচ্চ শিক্ষার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় একাডেমিক, খেলাধুলা, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিজস্ব পরিচিতি তৈরি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ