ওয়েভস-এর প্রাক্কালে আন্তর্জাতিক স্তরে গণমাধ্যম ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার
নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ওয়েভস-এর প্রাক্কালে আন্তর্জাতিক স্তরে গণমাধ্যম ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো। তাদের তরফে জানানো হয়েছে, গ
ওয়েভস


নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): ওয়েভস-এর প্রাক্কালে আন্তর্জাতিক স্তরে গণমাধ্যম ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।

তাদের তরফে জানানো হয়েছে, গণমাধ্যম ও বিনোদন জগতের আন্তর্জাতিক সম্মেলন ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস্‌) - এর প্রাক্কালে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে। ১৩ মার্চ সুষমা স্বরাজ ভবনে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মুম্বাইয়ে মে মাসে অনুষ্ঠিত হতে চলা প্রথম ওয়েভস্‌ ঘোষণার বিষয়ে মতবিনিময় করা হবে। এই সম্মেলন ২ মে অনুষ্ঠিত হবে।

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান ছাড়াও ১৩ মার্চের অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ উপস্থিত থাকবেন। ক্রমবর্ধমান গণমাধ্যম ও বিনোদন জগতের বিভিন্ন সম্ভাবনাকে খতিয়ে দেখতে ওয়েভস্‌ - এর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট জগতের ব্যক্তিত্বরা ছাড়াও ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন।

আগামী ২ মে মুম্বাইয়ে ওয়েভস্‌ সম্মেলনে অডিও ভিস্যুয়াল এবং বিনোদন জগতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট জগতের প্রসার যাতে স্বচ্ছভাবে হয়, তা নিশ্চিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে সীমান্তের অন্য প্রান্তে বিনোদন জগতের সহযোগিতার বিষয়টিও স্থান পাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন সুযোগগুলিকে কিভাবে কাজে লাগানো যাবে, সম্মেলনে তা নিয়েও মতবিনিময় করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande