নীতীশ কুমার 'ভাং' খেয়ে বিধানসভায় আসেন, কটাক্ষ রাবড়ি দেবীর
পাটনা, ১২ মার্চ (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। বুধবার রাবড়ি দেবী বলেছেন, নীতীশ কুমার 'ভাং' খেয়ে বিধানসভায় আসেন। রাবড়ি দেবী আরও বলেছেন, নীতীশ কুমার 'ভাং' খেয়ে বিধানসভায় আসেন।
রাবড়ি দেবী


পাটনা, ১২ মার্চ (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। বুধবার রাবড়ি দেবী বলেছেন, নীতীশ কুমার 'ভাং' খেয়ে বিধানসভায় আসেন। রাবড়ি দেবী আরও বলেছেন, নীতীশ কুমার 'ভাং' খেয়ে বিধানসভায় আসেন। তিনি আমাকে ও মহিলাদের অসম্মান করেন। ক্ষমতায় থাকাকালীন আমরা কী ধরণের কাজ করেছি, তা তাঁর দেখা উচিত। তাঁর চারপাশের লোকজন যা বলে, তিনিও তাই বলেন। তাঁর নিজের দলের সদস্যরা এবং কিছু বিজেপি নেতা তাঁকে এই ধরনের কথা বলতে বলছেন।

রাবড়ি দেবী আরও বলেছেন, বিহারের মহিলাদের বিধানসভায় অপমান করা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে, ২০০৫ সালের আগে কারও পরার জন্য পোশাক ছিল না। আমি নীতিশ কুমার এবং প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই—আপনাদের পরিবারের মেয়ে এবং বোনদের কি পরার জন্য পোশাক ছিল না? তারা কি পোশাক ছাড়াই ছিল? আমি কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই প্রশ্নটিই করতে চাই।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande