মন্দা-শঙ্কা মার্কিন লগ্নিকারীদের, বাজার খুলতে পড়ল সেনসেক্স
মুম্বই, ১১ মার্চ (হি.স.): আমেরিকায় আর্থিক মন্দার শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই উদ্বেগ বৃদ্ধি পেয়েছে আমেরিকার শেয়ার বাজারে। সারা বিশ্বের পাশাপাশি এর প্রভাব পড়তে চলেছে ভারতীয় শেয়ার বাজারেও। ধস নেমেছে ওয়াল স
মন্দা-শঙ্কা মার্কিন লগ্নিকারীদের, বাজার খুলতে পড়ল সেনসেক্স


মুম্বই, ১১ মার্চ (হি.স.): আমেরিকায় আর্থিক মন্দার শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই উদ্বেগ বৃদ্ধি পেয়েছে আমেরিকার শেয়ার বাজারে। সারা বিশ্বের পাশাপাশি এর প্রভাব পড়তে চলেছে ভারতীয় শেয়ার বাজারেও।

ধস নেমেছে ওয়াল স্ট্রিটে। পশ্চিমের একাধিক দেশের শেয়ার বাজারেও বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। মঙ্গলবার ভারতে শেয়ার বাজার খোলার পরে প্রাথমিক ভাবে সেনসেক্সের সূচকেও পতন দেখা গিয়েছে। শুধু আমেরিকাতেই নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপেও মঙ্গলবার শেয়ার বাজার খোলার সময়ে সেনক্সেস নিম্নমুখী।

অ্যামাজন, অ্যালফাবেট, মেটা-সহ অন্যান্য প্রযুক্তি জায়ান্টদেরও হাল বেহাল। বিশেষজ্ঞদের ধারনা, মেক্সিকো, কানাডা ও চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি ও শুল্কযুদ্ধের জেরেই গুরুতর অবস্থা মার্কিন বাজারের। এই ঘটনায় আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কাও এড়িয়ে যাচ্ছেন না বিশেষজ্ঞরা। মার্কিন বাজারের সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারেও।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande