হারাঙ্গাজাও বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু ১.১০ লক্ষ টাকা ও ত্রাণ সামগ্রী বণ্টন উকাপাস্বপ-এর পারিষদ আমেন্দু
হারাঙ্গাজাও বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু ১.১০ লক্ষ টাকা ও ত্রাণ সামগ্রী বণ্টন উকাপাস্বপ-এর পারিষদ আমেন্দু
হারাঙ্গাজাও বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু ১.১০ লক্ষ টাকার চেক বণ্টন


হাফলং (অসম), ১১ মাৰ্চ (হি.স.) : সোমবার ভোররাতে হারাঙ্গাজাও বাজারে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের (উকাপাস্বপ) স্থানীয় সদস্য আমেন্দু হোজাই ব্যক্তিগতভাবে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং ত্রাণ সামগ্রী বণ্টন করেছেন।

আমেন্দু হোজাই বর্তমানে হারাঙ্গাজাওয়ের বাইরে। তাই তাঁর পক্ষ থেকে হারাঙ্গাজাও টাউন কমিটির চেয়ারম্যানের তত্ত্বাবধানে আমেন্দুর অনুগামীরা এই আর্থিক সাহায্য ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন।

গতকাল সোমবার ভোররাতে হারাঙ্গাজাও বাজারে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৬০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নয়টি বসতবাড়ি সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে গেছে। ষাটটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং নয়টি পরিবারের কেউই আগুনের করাল গ্রাস থেকে কিছুই বাঁচাতে পারেননি। ভুক্তভোগী পরিবারগুলি সবকিছু খুঁইয়ে এখন খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে।

তবে ওই নয়টি পরিবারকে সাময়িকভাবে রেলওয়ের আবাসন, লোকনির্মাণ বিভাগের আবাসনে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এই নয়টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ লক্ষ ১০ হাজার টাকার চেক সহ চাল, ডাল, সরষে তেল, রান্নার গ্যাস সিলিন্ডার, গ্যাস স্টোভ, কম্বল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন পরিষদের স্থানীয় সদস্য আমেন্দু হোজাই।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পর গতকাল (সোমবার) উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা হারাঙ্গাজাওয়ের ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের সঙ্গে দেখা করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়া মুখ্য কার্যনির্বাহী সদস্যের রিলিফ ফান্ড থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার পাশাপাশি সরকারি তহবিল থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি নির্মাণ করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন দেবোলাল গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande