শিমলা, ১২ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলার অন্তর্গত দয়ালা গ্রামে এক মহিলার বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। ধৃত দুই অভিযুক্ত ওই মহিলার আত্মীয় বলে জানা গেছে। পুলিশ ধৃতদের আদালতে পেশ করেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ মার্চ শিমলা জেলার সুন্নি থানার অন্তর্গত দয়ালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগকারী মহিলা, সুষমা দেবী (৫০), সুন্নি মহকুমা থানায় অভিযোগ জানান ১০ মার্চ তিনি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয়। তিনি জানান, পরিচিতরা অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য