শ্রীভূমির সোনাখিরায় আগুন, পুড়ে ছাই স্বামী বি‌বেকানন্দ ক‌লে‌জের কম্পিউটার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল
শ্রীভূমির সোনাখিরায় আগুন, পুড়ে ছাই স্বামী বি‌বেকানন্দ ক‌লে‌জের কম্পিউটার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল
সোনাখিরায় স্বামী বি‌বেকানন্দ ক‌লে‌জে আগুন


পাথারকান্দি (অসম), ১২ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার সোনাখিরায় সংঘটিত অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে স্বামী বিবেকানন্দ কলেজের কম্পিউটার, বহু আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ ফাইল। ঘটনা মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ সংঘটিত হয়েছে‌। অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক গোলযোগ, না-নাশকতা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কলেজে কর্তব্যরত নৈশ প্রহরী পূরণ কুর্মির কাছে জানা গেছে, গতকাল রা‌ত প্রায় ১১টা নাগাদ আচমকা ক‌লে‌জের নন-টিচার্স রুমের ভেত‌র থে‌কে ধোঁয়া বের হচ্ছে বলে দেখেন তিনি। তিনি ‘আগুন আগুন’ বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকারে আশপা‌শের মানুষজন ছুটে এসে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। ইত্যবসরে খবর পেয়ে পাথারকা‌ন্দি থে‌কে এক‌টি ইঞ্জিন নিয়ে দমক‌ল-কর্মীরা ছুটে আসেন। সরঞ্জাম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁরাও ঝাঁপান। দমকল-কর্মীদের প্রচেষ্টায় গোটা কলেজবাড়ি আগুনের করাল গ্রাস থেকে রক্ষা পায়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পে‌য়ে ক‌লে‌জে ছু‌টে আসেন অধ্যক্ষ সুভাষ সিনহা সহ অন্যরা। অগ্নিকাণ্ডে কলেজের অফিস কক্ষে বিদ্যমান কম্পিউটার, আসবাবপত্র, বহু গুরুত্বপূর্ণ ফাইল পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। ঘটনায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande