সংশোধন... চাকরির দাবিতে ফায়ার ব্রিগেড চৌমুহনিতে ধর্না বেকার যুবকদের
আগরতলা, ১২ মার্চ : ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার এর শূন্যপদ অবিলম্বে পূরণ করার দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনি এলাকায় ধর্না আন্দোলন সংগঠিত করল বেকার যুবকরা। বুধবার এই ধর্ন
চাকরির দাবিতে ধর্না


আগরতলা, ১২ মার্চ : ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার এর শূন্যপদ অবিলম্বে পূরণ করার দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনি এলাকায় ধর্না আন্দোলন সংগঠিত করল বেকার যুবকরা।

বুধবার এই ধর্না কর্মসূচিতে উপস্থিত এক যুবক জানান ২০২২ সালে রাজ্য সরকারের তরফে দুটি আলাদা আলাদা পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। তারপর ২০২৪ সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা নেওয়ার পর যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষাও ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই পরীক্ষা নেওয়ার প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনো তাদের অফার দেওয়া হচ্ছে না।

যুবকদের অধিকাংশের অন্যান্য সরকারি দপ্তরে চাকরির আবেদন করার বয়স সীমা প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই সরকার যাতে দ্রুত তাদেরকে চাকরিতে নিয়োগ করে এই দাবিতে এদিন তারা ধর্না আন্দোলন সংগঠিত করেন। সেইসঙ্গে পরিষ্কার জানিয়ে দেয় সরকারের বিরোধী নন তারা, শুধুমাত্র চাকরির বয়স সীমা পেরিয়ে যাচ্ছে, সময় মত যাতে চাকরি দেওয়া হয় এই আহ্বানকে সামনে রেখে তারা এদিন আন্দোলনে সামিল হলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande