ত্রিপুরায় একাধিক দপ্তরে ১৫৩টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার
আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর এবং খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে মোট ১৫৩টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী
মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর এবং খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে মোট ১৫৩টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে ৩৫টি সিনিয়র স্টোর গার্ড (গ্রুপ-সি) শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। জেআরবিটি-র মাধ্যমে সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করা হবে। তাছাড়া তিনি জানান, শিক্ষা দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে পঠনপাঠন সহ কম্পিউটার সম্পর্কে জ্ঞান বর্ধনে টিআরবিটি-র মাধ্যমে ১১৮টি (পিজিটি) কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগ করা হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande