পাথারকান্দি (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : ‘রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে --/ তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, / তোমার তরুণ হাসির অরুণ রাগে / অশ্রুজলের করুণ রাগে॥ / রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, / সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে॥ / যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, / রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে। / আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে, / পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে, / মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, / বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, / তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, / কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥’
১৯২৭ সালের ১৩ মার্চ শান্তিনিকেতনে কবিগুরুর লেখা এবং দিনেন্দ্রনাথ ঠাকুরের সুরারোপিত গানের মাধ্যমে আগামীকাল শুক্রবার সকাল ১১টা থেকে পবিত্র দোল উৎসব পালনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে পাথারকান্দির ‘নাট্যজন’ সাংস্কৃতিক সংস্থা।
পাথারকান্দির প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে রাধাকৃষ্ণের প্রতিকৃতি সামনে রেখে নাচে-গানে দোলের আনন্দে মাতোয়ারা হবেন শিশু থেকে তরুণ-তরুণীরা। এর জন্য আজ বৃহস্পতিবার থেকে ওই স্কুলের খোলা মাঠে আয়োজনের জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন নাট্যজন-এর সদস্য-কর্মকর্তারা।
ঋতুরাজ বসন্তের ফাল্গুনের ভরপুর পূর্ণিমা তিথিতে এদিন তাঁরা তৃতীয়বারের মতো দোল উৎসবের আয়োজন করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস