রাজগড়, ১৪ মার্চ (হি.স.): পারিবারিক অশান্তির জেরে মধ্যপ্রদেশের রাজগড় জেলার তালেন থানার অন্তর্গত দৌলতপুরা গ্রামে মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে তাঁরা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ভূরীবাই (৪০) ও তাঁর ছেলে যশপাল সিং মীনা (১৬)। পারিবারিক কলহের জেরে তাঁরা কীটনাশক খান। অসুস্থ অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা চলাকালীন দু'জনেরই মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য