দোলের দিনও উষ্ণ দক্ষিণবঙ্গ, ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শুক্রবার দোল পূর্ণিমার দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ চড়েছে। এদিন সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.
বসন্তেই তীব্র গরমের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের চড়ছে পারদ


কলকাতা, ১৪ মার্চ (হি.স.): কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শুক্রবার দোল পূর্ণিমার দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ চড়েছে। এদিন সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের ৪টি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৬ মার্চ, রবিবার দক্ষিণবঙ্গের ৪টি জেলায় তাপপ্রবাহ হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ওই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই বাড়বে তাপমাত্রা।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande