ক্ষমা চাইবেন না, শো-কজের জবাব দিয়েও অনড় হুমায়ুন
কলকাতা, ১৫ মার্চ (হি.স.): শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর। শনিবারই শোকজের জবাব দেন তিনি। তবে জবাব দিলেও নিজের মন্তব্যে অনড় রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তেমনটাই জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলা’ মন
ক্ষমা চাইবেন না, শো-কজের জবাব দিয়েও অনড় হুমায়ুন


কলকাতা, ১৫ মার্চ (হি.স.): শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর। শনিবারই শোকজের জবাব দেন তিনি। তবে জবাব দিলেও নিজের মন্তব্যে অনড় রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তেমনটাই জানা যাচ্ছে।

শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলা’ মন্তব্য থেকে এই বাকযুদ্ধের সূত্রপাত। এই মন্তব্যে খেপে পালটা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্য ছিল, আমাকে মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি? ঠুসে দেব। ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে আসুন, দেখে নেব। এও বলেন, একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখাক। কত হিম্মত দেখব। আমার কাছে আগে আমার জাতি, তার পর দল। আমার জাতিকে আক্রমণ করলে আমি চুপ থাকব না। এইসব মন্তব্যের পরেই তাঁকে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় শোকজ করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande