রবিবার থেকে শুরু হবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ দিনের যুব উৎসব
হামিরপুর, ১৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের হামিরপুরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বার্ষিক যুব উৎসব ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার হামিরপুরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুব উৎসবের সূচনা হবে কাংড়ার জ্বালামুখীতে অবস্থিত লরিয়েট ইন
রবিবার থেকে শুরু হবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ দিনের যুব উৎসব


হামিরপুর, ১৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের হামিরপুরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বার্ষিক যুব উৎসব ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার হামিরপুরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুব উৎসবের সূচনা হবে কাংড়ার জ্বালামুখীতে অবস্থিত লরিয়েট ইনস্টিটিউট অফ ফার্মাসিতে।

শনিবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুব উৎসবে যোগ দিতে একটি দল রওনা দেয়।

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও যুব উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে দলগত লোকনৃত্য, গ্রুপ ডান্স ফ্রিস্টাইল, দেশভক্তিমূলক গানের উপর দলগত নৃত্য, একক নৃত্য, নাটক/মূকাভিনয় এবং লোকনৃত্যের প্রদর্শনী মূল আকর্ষণ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande