বক্সনগর (ত্রিপুরা), ১৬ মার্চ (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান রোধে আরও একবার সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। ৮১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফেরএ কোম্পানির মতিনগর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা শনিবার গভীর রাতে সফল অভিযানে আইফোনসহ ১৮৭টি মোবাইল সেট উদ্ধার করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২১ লক্ষ টাকা।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা ১৫ মার্চ গভীর রাতে কঠোর নজরদারিতে ছিলেন। রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেই শুরু হয় তল্লাশি অভিযান। বিএসএফের টহলদারি দল দ্রুত কৌশলগতভাবে অভিযান চালিয়ে মতিনগর এবং কুলুবাড়ি সীমান্ত এলাকা থেকে আইফোন সহ ১৮৭টি মোবাইল সেট জব্দ করে। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে বেশিরভাগই ছিল আইফোন। যা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিএসএফের তদন্ত অনুযায়ী, দীর্ঘদিন ধরেই মতিনগর ও কুলুবাড়ি সীমান্তপথে মোবাইল চোরাচালানের চেষ্টা চলছিল। পাচারকারীরা সাধারণত রাতের অন্ধকারে সীমান্ত এলাকা দিয়ে মোবাইল বাংলাদেশে পাচার করত। এসব মোবাইল ভারতে অবৈধভাবে আনা হত এবং পরবর্তীতে পাচার করা হত বাংলাদেশের বাজারে। কিন্তু বিএসএফের কঠোর নিরাপত্তার কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হল।
বিএসএফ ৮১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা এবং ইনস্পেকটর রামনারায়ণ মীনা জানান, আমরা আগে থেকেই খবর পেয়েছিলাম যে এই রুট দিয়ে মোবাইল পাচার হতে পারে। সেই অনুযায়ী আমরা আমাদের বাহিনীকে সতর্ক করি এবং পরিকল্পিত অভিযানের মাধ্যমে এই বিপুল পরিমাণ মোবাইল জব্দ করতে সক্ষম হই। এই ধরনের চোরাচালান রুখতে আমাদের নজরদারি আরও বাড়ানো হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ