দেবোলাল গার্লোসার হাতে উদ্বোধিত লংখর মডেল ভিলেজ সহ ১১টি ঘর এবং ফংলো গেস্ট হাউস
দেবোলাল গার্লোসার হাতে উদ্বোধিত লংখর মডেল ভিলেজ সহ ১১টি ঘর এবং ফংলো গেস্ট হাউস
গেস্ট হাউসের উদ্বোধন করছেন দেবোলাল গার্লোসা


হাফলং (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : স্বাধীনতা সংগ্রামী বীর সেঙ্গিয়া শম্ভুধন ফংলোর ১৭৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা লংখর মডেল ভিলেজ সহ ১১টি ঘর, বাইখো এবং ফংলো গেস্ট হাউসের উদ্বোধন করেছেন।

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে দেবোলাল গার্লোসা বলেন, লংখর মডেল ভিলেজ হচ্ছে গ্রামের বাসিন্দাদের মর্যাদার সাথে জীবনযাপন নিশ্চিত করা এবং জীবনযাত্রার সামগ্রিক মান উন্নত করার এক প্রচেষ্টা। মস চুক্তির অধীনে বাস্তবায়িত এ ধরনের উদ্যোগ ন্যায্যতা এবং আর্থ-সামাজিক ন্যায়বিচারকে প্রতিফলিত করবে এবং গ্রামের বাসিন্দাদের মুখে হাসি ফোটাবে বলে মন্তব্য করেন দেবোলাল গার্লোসা।

এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, জেলা পরিকল্পনা বোর্ডের ভাইস-চেয়ারম্যান তথা পরিষদ সদস্য ধৃতি থাওসেন, রাষ্ট্রীর স্বয়ংসেবক সংঘের প্রবীণ প্রচারক রাম সিং, পরিষদ সদস্য দনপাইনন থাওসেন, মনজিৎ নাইডিং, প্রবিতা জহরি, মনজয় লাংথাসা, প্রজিথ হোজাই, এল ডার্নে প্রনাথ রাজিয়ুং, হেরোজিৎ জিদুং, জন পাইতং সহ মৌজাদার, গ্রামপ্রধান প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande