নাহরলগুন ও চার্লাপল্লির মধ্যে আরও হোলি স্পেশাল চালাবে এনএফ রেলওয়ে
নাহরলগুন ও চার্লাপল্লির মধ্যে আরও হোলি স্পেশাল চালাবে এনএফ রেলওয়ে
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১৬ মার্চ (হি.স.) : উৎসবের মরশুমে যাত্রীদের মধ্যে ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় তা সামাল দেওয়ার জন্য নাহরলগুন ও চার্লাপল্লির মধ্যে অতিরিক্ত একটি হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। এই বিশেষ ট্রেন তিনটি ট্রিপে চালানো হবে। এই ট্রেন আজ ১৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে।

শনিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৭০৪৬ চার্লাপল্লি-নাহরলগুন প্রত্যেক শনিবার ১৫, ২২ এবং ২৯ মার্চ ০৮:৪০ ঘণ্টায় চার্লাপল্লি থেকে রওয়ানা হয়ে সোমবার ১৬:০০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। একইভাবে স্পেশাল ট্রেন নম্বর ০৭০৪৭ নাহরলগুন-চার্লাপল্লি প্রত্যেক মঙ্গলবার ১৮ ও ২৫ মার্চ এবং ১ এপ্রিল ১৩:০০ ঘণ্টায় নাহরলগুন থেকে রওয়ানা হয়ে বৃহস্পতিবার ২১:৩০ ঘণ্টায় চার্লাপল্লি পৌঁছবে। এই ট্রেনগুলি হারমতি জংশন, রঙিয়া জংশন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, খড়গপুর জংশন, কটক, বিজিয়ানগরম জংশন, বিজয়ওয়াড়া জংশন নালগোন্ডা ইত্যাদি রেল স্টেশন হয়ে চলাচল করবে।

হোলি স্পেশাল ট্রেনটিতে ১৮টি কোচ থাকবে। যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার এবং স্লিপার ক্লাস কোচ থাকবে।

স্পেশাল ট্রেনগুলির স্টপেজের বিশদ বিবরণ এবং এগুলির সময়সূচি আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সেই সব তথ্য সংবাদপত্র ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও প্রকাশ করা হেছে। যাত্রা শুরু করার আগে সব তথ্য যাচাই করতে যাত্রীদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande